বিজ্ঞাপন দিন

নীলফামারীতে বাথরুমে প্রধানমন্ত্রীর ছবি

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে ইউনিয়ন পরিষদের বাথরুমে শেখ হাসিনার ফেসটুনের ছবি দরজা হিসেবে ব্যবহার করে প্রধানমন্ত্রীকে অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কাজটি করেছে পরিষদের ডিজিটাল তথ্যসেবাকারী আজহারুল ইসলাম বলে অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ হবিবর রহমান সরকার। ঘটনাটি ঘটেছে উপজেলার ৮নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদে। শনিবার দুপুরে সরেজমিনে গেলে চেয়ারম্যান মোঃ হবিবর রহমান সরকার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আজহারুল দীর্ঘদিন ধরে তার উন্নয়ন মেলার ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি বাথরুমের দরজা হিসেবে ব্যবহার করেছে। শুধু তাই নয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার মাটিতে ফেলে রেখেছে। আজহারুল জামায়াতের সমর্থক সে আমার পরিষদে রাত ২ টার সময় তথ্য সেবার নামে গোপন মিটিং করে। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, আজহারুল এক সময় শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত ছিল। ২০১০ সালে জামায়ত সমর্থিত চেয়ারম্যান আব্দুল আজিজ তাকে এ কাজে নিয়োজিত করেছিল। এব্যাপারে অভিযুক্ত আজহারুল ইসলাম জানান, বাথরুমে প্রধানমন্ত্রীর ছবি আমি লাগায়নি এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।