বিজ্ঞাপন দিন

মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেলেন জলঢাকার মোস্তাফিজার রহমান

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ সফল ও শ্রেষ্ঠ দলিল লেখক হিসেবে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-১৯ পেলেন নীলফামারীর জলঢাকা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান। সাউথ এশিয়া স্যোসাল কালচারাল ফোরাম ও আঞ্চলিক ভাষা এবং বাঙ্গালী সংস্কৃতি পরিষদ এর যৌথ উদ্যোগে গত ২ আগষ্ট শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচা কচি-কাঁচার মেলা মিলনায়তনে‘‘সামাজিক অপরাধ দমনে সরকার,জনপ্রতিনিধি,শিক্ষাবিদ ও সুশীল সমাজের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভায় তাকে ক্রেষ্ট ও এ্যাওয়ার্ড সনদ প্রদান করেন,সাবেক স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু এমপি। এ সময় উপস্থিত ছিলেন,সাউথ এশিয়া স্যোসাল কালচারাল ফোরামের চেয়ারম্যান শাহ আলম চুন্নু,মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী প্রমুখ। মোস্তাফিজার রহমান জলঢাকা সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখায় ডিজিটাল পদ্ধতিসহ লেখকদের বিভিন্ন প্রকার উন্নয়নে অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। তার এই সম্মাননা পাওয়ায় জলঢাকা দলিল লেখক সমিতির সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।