বিজ্ঞাপন দিন

জলঢাকায় ইউ'পি ভবন থেকে ৪২ বস্তা ভিজিএফ চাল উধাও !


ফরহাদ ইসলাম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ঈদুল আজহায় হত-দরিদ্রদের মাঝে বিতরনের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফ এর ৪২ বস্তা চাল গোলমুন্ডা ইউ'পি ভবন থেকে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ভিজিএফ চাল নিতে আসা হতদরিদ্ররা জানান, ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ৭০৫ জন তালিকাভুক্তদের মধ্যে গতকাল শনিবার চাল বিতরন শুরু হয়। রাত ৮ টা পর্যন্ত ৬৬১ জন তালিকাভুক্তদের মাঝে বিতরন করে অবশিষ্ট ৮৪ জন তালিকাভুক্তদের ৪২ বস্তা চাল ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন চেয়ারম্যানসহ ইউ'পি সদস্য । এবং বাকি তালিকাভুক্তদের রবিবার সকাল ৯ টায় পরিষদে আসতে বলেন ইউ'পি সদস্য মোমিনুর রহমান। পরদিন আজ রবিবার সকাল ৮ টায় ইউ'পি চেয়ারম্যান তোজাম্মেল হোসেইন ইউনিয়ন পরিষদে এলে চাল রাখা কক্ষটি ফাঁকা দেখতে পেয়ে সংশ্লিষ্ট ইউ'পি সদস্য মোমিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,চালগুলো বিতরন করা হয়েছে। সকাল সাড়ে আটটায় চাল নিতে আসা ওই ওয়ার্ডের তছলিম উদ্দিন,সামসুল ইসলাম,ছাইদুল ইসলামসহ একাধিক তালিকাভুক্ত ব্যক্তি জানান,মোমিনুর মেম্বার হামাক সকাল ৯ টার সময় পরিষদে চাল নিবার আসির কইছে,আসি দেখি মেম্বারও নাই চাউলও নাই। হত-দরিদ্র ও চাল নিতে আসা ছাইদুল ইসলাম বলেন,ভোর বেলা ইউনিয়ন পরিষদ থেকে মোমিনুর মেম্বারের ভাই দু'টি অটো ভ্যানে বেশকিছু বস্তা চাউল নিয়ে যায়। 

এ বিষয়ে অভিযুক্ত ইউ'পি সদস্য মোমিনুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন,তবে আমার ভুল হয়েছে চেয়ারম্যান ও ট্যাগ অভিসারকে না জানানো। ভিজিএফ এর ৪২ বস্তা চাল উধাও হওয়ার বিষয়টি স্বীকার করে গোলমুন্ডা ইউ'পি চেয়ারম্যান তোজাম্মেল হোসেইন বলেন,উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত ইউ'পি সদস্য মোমিনুর রহমানকে শোকজ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা বলেন,অভিযুক্ত ইউ'পি সদস্যকে শোকজ করার জন্য চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি,শোকজে জবাব দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে।