বিজ্ঞাপন দিন

সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়ন নব-নির্মিত ভূমি অফিসে চলছে নিয়মিত অফিস

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবনের চলছে নিয়মিত অফিসিয়ালি কার্যক্রম । নব-নির্মিত ভবন পেয়ে আনন্দিত ইউনিয়নবাসী। গ্রামীণ অবকাঠামো ২০১৮-১৯ অর্থ বছরে, ভূমি মন্ত্রণালয়ে অর্থায়নে ৬৭ লক্ষ ৮৯ হাজার টাকায় দোতলা ভিত্তি এক তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় ২০১৮ সালের ডিসেম্বরে। নীলফামারী গণপূর্ত অধিদপ্তরের অধিনে, স্টার লাইট সার্ভিসেস লিঃ- ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে গত ৩০ জুন কাজের সমাপ্তি হয়। গত ২৬ আগস্ট ভবনটির শুভ উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। এছাড়াও জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, নির্বাহী অফিসার গোলাম কিবরিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বুধবার বিকালে বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে আসা ভ্যান চালক মমতাজ উদ্দিন, ফরিদুল ইসলাম, ছালাম, মতিয়ার, সুকুমার, কৃষ্ণ রায় ও আব্বাস আলী জানায়, ভূমি অফিসের নতুন ভবন হওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে। এখানে সহজভাবে কাজ করছি, আর কোন ভোগান্তি হয় না। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, আমরা মোটামুটি স্বাধীন ভাবে কাজকর্ম করছি, এখন আর কোন সমস্যা নেই। ভবনের কাজ ভালো হয়েছে, আর এই এলাকার পরিবেশও ভালো।