বিজ্ঞাপন দিন

জলঢাকায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জলঢাকা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হককে সভাপতি ও শিক্ষানবিশ আইনজীবী, প্রভাষক এম. নুরনবী রহমান কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট জলঢাকা উপজেলা কমিটি অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো। গত শনিবার বিকেলে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এ্যাড. ফিরোজ খান, উপদেষ্টা মন্ডলির সদস্য ও ঢাকা তেজগাঁও কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ প্রমুখ।