বিজ্ঞাপন দিন

৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের রংপুর বিভাগীয় কমিটির আত্নপ্রকাশ ও তিন জেলার কমিটির অনুমোদন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের রংপুর বিভাগীয় কমিটির আত্নপ্রকাশ ঘটেছে। গত ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মালেক কমান্ডার ও সাধারণ সম্পাদক মোস্তফা ফরাজির স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট একটি বিভাগীয় কমিটির অনুমোদন দেন। এরই পরিপেক্ষিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার মহিলা কলেজ সংলগ্ন অস্থায়ী বিভাগীয় অফিস কার্যালয়ে শুক্রবার বিকালে কমিটির আত্নপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক মোঃ সফিয়ার রহমান। এসময় তিনি রংপুর বিভাগীয় কমিটির ১১ বিশিষ্ট সদস্যদের নাম ঘোষণ করেন। তারা হলেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলু, মোফাচ্ছের আলী, শামসুল হক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম খুশি, সাংগঠনিক সম্পাদক এম এ জলিল, অর্থবিষয়ক সম্পাদক কৃষ্ণ কান্তি সিংহ রায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মোকফর আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক আব্দুল মালেক, মহিলা বিষয়ক শিল্পী বেগম ও সহ মহিলা বিষয়ক আরিফা খাতুন। বিভাগীয় কমিটির পরিচিতি ও মতবিনিময় শেষে রংপুর ও দিনাজপুর জেলায় ৫১ সদস্য বিশিষ্ট দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়। রংপুর জেলার সভাপতি আব্দুল বারেক মিয়া, সাধারণ সম্পাদক শায়েদুল ইসলাম এবং দিনাজপুরে রুস্তম আলী সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। অনুষ্টানে সভাপতির বক্তব্যে সফিয়ার রহমান বলেন, স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে, মুক্তিযোদ্ধাদের কে বিভিন্ন সহযোগীতা করেছিল। সেই সহযোগীদের ঐক্যবদ্ধ করে, তাদেরকে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সম্পৃক্ত করার আহবান জানান। এসময় তিনি আরো বলেন, প্রত্যেকটি ঘরে ঘরে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতে হবে। এবং আগামীতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারো ক্ষমতায় আনতে সকলকে সহযোগীতা করতে হবে।