বিজ্ঞাপন দিন

স্বাস্থ্য উন্নয়ন ও স্বাস্থ্য শিক্ষা কৌশলের উপর নজর দিয়েছেন প্রধানমন্ত্রী -নীলফামারীতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারীর সরকারী ও বেসরকারী সংস্থার সমস্বয়ে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণে বয়:সন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, এক সময়ের মঙ্গা কবলিত নীলফামারী জেলাকে বদলে দেয়ার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নীলফামারী এখন একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার মানুষ এখন হাসিমুখে দিন যাপন করছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত এসডিজি সময়ের শিশু আজ বয়:সন্ধিকালে উপনিত হয়েছে। তাদের সচেতনতা বাড়াতে অনেক কিছু করার আছে। সাধারনত তৃতীয় বিশে^ তা করা হয়না। প্রধানমন্ত্রী স্বাস্থ্য উন্নয়ন আর স্বাস্থ্য শিক্ষা কৌশলের বিষয়গুলোর উপর নজর দিয়েছেন। যাতে কিশোর-কিশোরীদের বয়:সন্ধিকালীন চাহিদা পূরনে বিভিন্ন ধরনের সামগ্রি পৌছানোর ব্যবস্থা করা হচ্ছে। আজ সোমবার দুপুরে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠাণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছেলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক-১ সালাহউদ্দীন, গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহাপরিচালক আশরাফ উদ্দীন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। পরে তিনি স্থানীয় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বয়:সন্ধিকালীন সেবা কর্ণারের উদ্বোধন করেন।