বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার ২৮ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।ভোট কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন।কাঁঠালী ইউনিয়নের দেশীবাই ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক নির্বাচনে বিজয়ী হয়েছেন ২ জন পুরুষ প্রার্থী ও ২ জন মহিলা প্রার্থী।পুরুষ পদে বিজয়ী প্রার্থীরা হলেন ফেরদৌস ইসলাম আম প্রতীক নিয়ে ৮৬ ভোট পেয়েছেন ও নজরুল ইসলাম মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ ভোট।মহিলা পদে বিজয়ী প্রার্থীরা হলেন মাজেদা বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ ভোট ও রিতা রাণী বল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪ ভোট। এ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন মোঃ ওয়াদুদুর রহমান (ওয়াদুদ চৌধুরী)।অন্যদিকে খুটামারা মডেল ইউনিয়নের পশ্চিম খুটামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।এ নির্বাচনে বিজয়ী হয়েছেন ২ জন পুরুষ প্রার্থী ও ২ জন মহিলা প্রার্থী।পুরুষ পদে বিজয়ী প্রার্থীরা হলেন আহাদুজ্জামান আম প্রতীক নিয়ে ১ শত ৭৩ ভোট পেয়েছেন ও ছালফি ইসলাম ছাতা প্রতীক নিয়ে ১ শত ৭০ ভোট পেয়েছেন।মহিলা পদে বিজয়ী প্রার্থীরা হলেন মোছাঃ গোলাপি বেগম চেয়ার প্রতীক নিয়ে ২ শত ৭১ ভোট পেয়েছেন ও লিপি বেগম বই প্রতীক নিয়ে ১ শত ৬৪ ভোট পেয়েছেন।এ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন লায়লা বেগম। কেন্দ্র গুলোতে আইনশৃঙ্খায় ছিলেন, জলঢাকা থানা পুলিশ এবং গ্রাম পুলিশের সহযোগিতায় সুন্দর ও মনরম পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।