বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিএনপির মতবিনিময় সভা

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান পার্সনের কেন্দ্রীয় উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সারাদেশে বিএনপির গণজোয়ার দেখে রাতারাতি সিল মেরে সরকার গঠন করেছে আওয়ামীলীগ। ক্ষমতাসিন দলের নেতারা উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে। বর্তমান সরকারের নানান সমালোচনা করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এতে স্বল্প আয়ের জনসাধারণরা পড়ছেন দিশেহারায়। জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করতে দলের সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঐকবদ্ধ থাকার আহবান জানান তিনি। গত বৃহস্পতিবার রাতে জলঢাকা পেট্রল পাম্প এলাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ১১টি ইউনিয়ন ও পৌরসভা সহ ১০৮টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সভাপতি ফাহমিদা ফয়সাল কমেট চৌধুরীর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন সরকার, সদস্য সচিব জহুরুল আলম, জেলা যুগ্ম আহবায়ক এ্যাড কাজী আক্তারুজ্জামান জুয়েল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী, জহুরুল ইসলাম, রেজাউল করিম, আব্দুল হাই, কোহিনজ্জামান লিটন, মোশারফ হোসেন, পৌর বিএনপি সভাপতি রাশিদুল ইসলাম বাঙ্গালী, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু বিএসসি, যুব নেতা হাফিজুর রহমান শেখ সাদী লাবলু প্রমুখ।