বিজ্ঞাপন দিন

ডোমারে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

রতন কুমার রায়,ডোমার-নীলফামারী: সমবায় শক্তি সমবায় মুক্তি “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ৪৮তম সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে ব্যানার ফেস্টুন সহকারে সমবায়ীদের একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েরল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,উপজেলা সমবায় অফিসার নুরুজ্জামান খান,ডায়মন্ড সমবায় সমিতির সভাপতি হাবিবুল রহমান দুলাল,শাপলা সমবায় সমিতির সভাপতি মনসুর আলী প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।