বিজ্ঞাপন দিন

নীলফামারী পেট্রোল পাম্পে পুলিশ

মনিরুজ্জামান লেবু নীলফামারী জেলা প্রতিনিধি; নতুন সড়ক আইন বাস্তবায়নের অংশ হিসেবে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতকরনে সারা দেশের ন্যায় এবার নীলফামারীতে ও মাঠে নেমেছে জেলা পুলিশ প্রশাসন।রোববার বিকেলে জেলা শহরের উপকন্ঠে পেট্রোল পাম্পে পুলিশের আর্কষিক উপস্থিতি নিমিষেই টক অব-দা টাউনে পরিণত হয়। সরেজমিনে গিয়ে জানা যায় “ হেলমেট নেই-জ্বালানীও নেই ”- এই শ্লোগান শতভাগ বাস্তবায়নে তেল প্রদানে নিষেধাজ্ঞা জারী করে স্থানীয় পুলিশ প্রশাসন। এর অংশ হিসেবে মুক্তা ফিলিং ষ্টেশনে নীলফামারী জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত থেকে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও জেলার ৬টি উপজেলার ৪৮টি প্রেট্রোল পাম্পে এই কর্মসূচী চলমান রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন পুলিশ সুপার। এ সময় সচেনতামূলক কর্মকান্ডে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সদর সার্কেল রুহুল আমীন, সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টার সেলিম আহম্মেদও উপস্থিত ছিলেন। এদিকে, সচেতন মহল বলছেন, এই আইন বাস্তবায়ন হলে নিরাপদ হবে সড়ক, আর কোন দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হবে না নতুন কোন ভবিষ্যৎ সম্ভাবনার নাম।