বিজ্ঞাপন দিন

নীলফামারীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আব্দুল মালেক, নীলফামারীঃ মানবাধিকার রক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন গৃহীত হয় ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর। ১৯৫০ সালে এই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস ঘোষণা দেয় জাতিসংঘ। এরপর থেকে বিশ্বজুড়ে দিনটি পালন করে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ সাধারণ মানুষ। মানুষের অধিকারকেই মানবাধিকার বলা হয়। মানুষ জন্ম থেকে স্বাধীন ভাবে সমান সম্মান ও মর্যাদার অধিকার আছে সকলের। "মানবাধিকার সুরক্ষায়, তারুণ্যের অভিযাত্রায়" এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস-২০১৯। জাতীয় মানবাধিকার ইউনিটি জেলা শাখার উদ্যোগে জাতীয় মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা অফিস (ডিমলা) কার্যালয় থেকে একটি র্্যালী বের হয়ে ডিমলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্্যালীতে অংশ গ্রহন করেন, জেলা জাতীয় মানবাধিকার ইউনিটির সভাপতি মোঃ সফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক হামিদার রহমান সহ অন্যান্য কর্মীরা।