বিজ্ঞাপন দিন

জলঢাকা দিনব্যাপী কাব স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় শতভাগ স্কাউটিং ঘোষনাা করার লক্ষে দিনব্যাপী কাব স্কাউটিং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জলঢাকা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলার সভাপতি সুজাউদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, জলঢাকার সাবেক কমিশনার ইদ্রীস আলী, কমিশনার বঙ্কিম চন্দ্র রায়, সহকারি কমিশনার ও প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ও সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। ওরিয়েন্টেশন পরিচালনা করেন এলটি বিনয় কুমার রায়, এএলটি সাঈদ হাসান, এএলটি প্রভাত কুমার রায়, এএলটি আবু রায়হান, সিএএলটি গোলাম কিবরিয়া, সিএএলটি সৈয়দ গোলাম ফারুক, জলঢাকার কমিশনার বঙ্কিম চন্দ্র রায়, কাব লিডার রমানাথ রায় ও জাহেদুল ইসলাম। সহযোগীতা করেন সহকারি কমিশনার ফেরদৌসি খানম, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ বাবু, সহযোজি সদস্য মাহাতাব উদ্দীন ও তাহাজুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি জলঢাকা উপজেলাকে শতভাগ স্কাউটিং করতে উপস্থিত সকল শিক্ষকদের সহযোগীতা কামনা করেন। এছাড়াও তিনি বলেন শিক্ষার্থীদের নৈতিক গুনাবলী সম্পন্ন করতে হলে স্কাউটের বিকল্প নাই।