বিজ্ঞাপন দিন

জলঢাকায় যথাযোগ্য মর্য়াদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস

মনিরুজ্জামান লেবু নীলফামারী জেলা প্রতিনিধি ; যথাযথ মর্য়াদায় নীলফামারীর জলঢাকায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এদিকে দিনের শুরুতে বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী অঙ্গসংগঠন, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন।এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি, উপজেলা যুব সংহতি ও ছাত্র সমাজ ডালিয়া রোড দলীয় অস্থায়ী কার্যালয় থেকে একটি বিশাল শোক র‌্যালী বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরী, বাবলুর রহমান, মনিরুজ্জামান লেবু, মিজানুর রহমান, তহমিদার রহমান মিলন, দুলাল হোসেন বাবলু, রাশেদ আনোয়ার চৌধুরী, উপজেলা যুব সংহতির আহবায়ক শাহ আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম সোহাগ, পৌর শ্রমিক পার্টির আহবায়ক মিলন ও সদস্য সচিব মোস্তফা সহ জাতীয় পার্টি ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন দলের নেতৃবৃন্দ।