বিজ্ঞাপন দিন

জলঢাকায় কাজ শেষ হওয়ার একদিনের মাথায় উঠে গেল কার্পেটিং প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মানিক লাল দত্ত জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় কাজ শেষ হওয়ার মাত্র একদিনের মাথায় উঠে গেল রাস্তার কার্পেটিং । প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকাবাসী। শনিবার দুপুরে কালীগঞ্জ বঙ্গবন্ধু বাজারে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। উক্ত মানববন্ধনের বক্তারা বলেন, গোলনা ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার-বটতলী বাজার (ক্যানেলের বাধ) ভায়া ধর্মপাল চৌরাঙ্গী বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ করেছে নীলফামারীর ডিসেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড। কাজ শেষ হওয়ার মাত্র একদিনের মাথায় কি করে এ রাস্তার কার্পেটিং উঠে যায়, এ কাজ পরিপত্র অনুযায়ী না করে ঠিকাদার ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে যার ফলে আজকে এ রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে। এরই প্রতিবাদে এবং পুনরায় এ রাস্তা সংস্কারের দাবিতে আজকে আমাদের এ মানববন্ধন। এতে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক ইউপি সদস্য সরাবদ আলী সরুপ,আজগর আলী। স্থানীয় জনগন মনেয়ার হোসেন, নজরুল ইসলাম, দুদুল, আলিমুদ্দিন সহ আরও অনেকে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির জানান, এলাকাবাসীর এ দাবীর সাথে এ মানবন্ধনে আমি একমত। উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রউফ মুঠোফোনে বলেন, আমি সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেব।