বিজ্ঞাপন দিন

জলঢাকায় তিস্তা পাড়ের নারীদের উঠান বৈঠকে এসিল্যান্ড গোলাম ফেরদৌস

রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘শেখ হাসিনার সহায়তায়,তথ্য আপা পথ দেখায়’ এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভাবনচুর তিস্তা সাইফন বাজার এলাকার গ্রামীণ নারীদের সাথে তথ্য আপার উঠান বৈঠকে রাস্তা সংকুলান হওয়ায় গাড়ী থেকে নেমে পায়ে হেটে উপস্থিত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস। মঙ্গলবার নীলফামারীর জলঢাকায় গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর মরা তিস্তা সাইফন বাজার সংলগ্ন আব্দুল গফুর মেম্বারের বাড়ির উঠানে এ বৈঠক হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মাসুদা আক্তার এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস বলেন,নারীদের পিছিয়ে থাকার আর সুযোগ নেই। তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। এ জন্য তথ্য সেবার আওতায় সকল নারীদের অংশগ্রহণ শতভাগ নিশ্চিত করতে হবে। নারীর স্ব-সক্ষমতা বৃদ্ধি,আধুনিক সমাজে নারীর ভূমিকা,ডিজিটাল স্বাস্থ্য সেবা,তথ্য প্রযুক্তির ব্যবহার,বাল্য বিবাহ প্রতিরোধ,নারী নির্যাতন রোধ,শিশু মৃত্যু হ্রাস করা সহ সব ধরনের পরামর্শ উপজেলা তথ্য কেন্দ্র থাকে দেয়া হয়ে থাকে। এ সেবা নারীরা খুব সহজেই তথ্য কেন্দ্রে এসে নিতে পারে।আরও বক্তব্য রাখেন জলঢাকা মডেল পাইলট সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী,উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা জিন্নাত বিপাশা প্রমূখ। এসময় বক্তারা গ্রামীণ নারীদের উদ্দেশ্যে বলেন,বর্তমান ডিজিটাল যুগে গ্রামীণ নারীদের সব কিছু জানতে হবে। সব বিষয়ে সমান জ্ঞান অর্জন করতে হবে। উক্ত উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ নারীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকটি উপস্থাপনা করেন সহকারী তথ্য কর্মকর্তা রেজিনা মোবাস্বিরা।