বিজ্ঞাপন দিন

ডোমারে দ্বিতীয় দফায় লটারীর মাধ্যমে কৃষক বাছাঁই

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আমন ধান সংগ্রহে দ্বিতীয় দফায় লটারীর মাধ্যমে কৃষক বাছাঁই করা হয়েছে। রোববার( ২ ফ্রেরুয়ারী) সকাল হতে বিকাল পর্যন্ত উপজেলা কৃষি দপ্তর হতে প্রাপ্ত ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষক তালিকা নিয়ে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ কৃষক বাছাঁই লটারীর উদ্বোধন করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান,কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান,খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আরেফিন,ডোমার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান,চিলাহাটী খাদ্যগুদাম কর্মকর্তা নিত্যানন্দ রায়,ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন। এবারে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার লটারীর মাধ্যমে বাছাঁইকৃত ৫ শত ৪৬ জন কৃষকের মধ্যে দ্বিতীয় দফায় ৫ শত ৪৬ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করা হবে। প্রসঙ্গত-প্রথম দফায় উপজেলার দুটি খাদ্যগুদামে(চিলাহাটী-ডোমার) লটারীর মাধ্যমে বাছাঁইকৃত ২ হাজার একশত ৩৪ জন কৃষকের কাছ থেকে জনপ্রতি এক মেট্রিকটন করে ধান সংগ্রহ করা হয়েছে।