বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং করা হয়েছে। আজ শনিবার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে দিনব্যাপী উপজেলা জুড়ে মাইকিং করা হয়। এদিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এবং সরকারি নির্দেশনা মোতাবেক চলতে সচেতনতামূলক মাইকিং করে। "করোনা ভাইরাসে আতঙ্ক না হয়ে - আসুন আমরা সচেতন হই" এই শ্লোগানকে সামনে রেখে মাইকিংয়ে উপজেলাবাসীকে আগাম সতর্কতা অবলম্বনসহ করোনা ভাইরাস নিয়ে কোন গুজব বা আতঙ্কিত না হয়ে সরকারের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়াও করোনা ভাইরাস” প্রতিরোধে করণীয় সম্পর্কে মাইকিংয়ে বলা হয় নিয়মিত হাত পরিষ্কার রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, মুখ ঢেকে হাঁচি-কাশি দেওয়া, সংশ্লিষ্ট অসুস্থ রোগীর সংস্পর্শে না যাওয়া, কাঁচাবাজারে গেলে পশু-পাখির মাংস ধরা থেকে বিরত থাকা, মাংস ধরলে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা, ঐ হাত দিয়ে মুখমন্ডল স্পর্শ না করা, মাংস - ডিম ভালো করে সেদ্ধ ও রান্না করে খাওয়া এবং পোষ্য প্রাণীদের সঙ্গে থাকার ক্ষেত্রে সাবধান ও সতর্ক থাকার কথা। এদিকে বিভিন্ন সামাজিক সংগঠন জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামূলক লিফলেট বিতরণ করে।