বিজ্ঞাপন দিন

'করোনার সয়লাব ছড়িয়ে চাঁদা' নীলফামারীতে ভূয়া সাংবাদিক গ্রেফতার

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ করোনার সয়লাব ছড়িয়ে চাঁদাবাজি করতে গিয়ে নীলফামারীতে নুরুজ্জামান (২৩) নামের একজন ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বুুুধবার (২৫ মার্চ) বিকেলে সদর উপজেলার চাপড়া সরঞ্জাম ইউনিয়নে আটক করা হয়। সে নিজেকে সাংবাদিক পরিচয় সরঞ্জাম এলাকার এক বিধবা মাহিলার মুদির দোকানে করোনা ভাইরাসের ভয়ভীতি প্রদান এবং ৫ হাজার টাকা দাবি করে। এসময় স্থানীয় লোকজন সাংবাদিকতার পরিচয় পত্র দেখতে চায়, কিন্তু সে দেখাতে ব্যর্থ হলে তাকে আটক করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার টহল পুলিশের একটি টিম তাকে থানায় নিয়ে আসে। এঘটনায় মৃত সুলতান আলীর স্ত্রী আসাতন বেগম বাদী হয়ে সদর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।নুরুজ্জামান চাপড়া সরঞ্জাম ইউনিয়নের চাপড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। করোনা ভাইরাস নিয়ে যখন আতংক ছড়িয়ে পড়ায়, নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া, অন্যান্য দোকানপাট বন্ধ ঘোষণা করেন সরকার। এই সুযোগ কাজে লাগিয়ে ভূয়া সাংবাদিক সেজে চাঁদাবাজি করে আসছে নুরুজ্জামান। নীলফামারী সদর থানার ওসি(তদন্ত) মাহমুদ উন-নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় ভুয়া সাংবাদিক সংক্রান্তে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোন পত্রিকার সাংবাদিক নয় এবং সাংবাদিক পরিচয় চাঁদা দাবির বিষয়টি সে স্বীকার করেছে।