বিজ্ঞাপন দিন

জলঢাকায় পুলিশিং ডে অনুষ্ঠিত

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ; মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই শ্লোগান নিয়ে নীলফামারীর জলঢাকার গোলনা ইউনিয়নে পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে সোমবার দুপুরে গোলনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মাদক, সন্ত্রাস, উগ্রবাদ, জুয়া ও ইভটিজিং বিরোধী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, গোলনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমূখ। মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিমের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, ‘আগে মানুষ পুলিশের কাছে যেতে ভয় পেত, এখন পুলিশ সাধারণ মানুষের কাছে এসেছে।’ থানায় মামলা করতে এখন কোন টাকা লাগেনা। আপনাদের কোন অভিযোগ থাকলে আপনারা সরাসরি থানায় চলে আসবেন। কোন দালাল ধরবেন না।এবং কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলেই সাথে সাথে আমাদেরকে জানাবেন।