বিজ্ঞাপন দিন

ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে জলঢাকায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা নিম্ন আয়ের হতদরিদ্র পরিবারের মাঝে "ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন" এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকা পৌর শহরের ব্যালতলা কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস। এক হাজার কর্মহীন পরিবারের মাঝে চাউল এবং আলু বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী ও উপজেলা যুবলীগ নেতা এনামুল হক। অন্যদের অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য তৈয়ব আলী, মমিনুর, আমজাদ, রেজওয়ান প্রামানিক, ফাহিম ও ইয়াছিন প্রমুখ। বিতরণকালে করোনা ভাইরাস থেকে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহবান জানিয়ে সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস বলেছেন, সরকারের পাশাপাশি “ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন” এর মতো ব্যাক্তি উদ্যোগে মানবতার সেবায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে উচিৎ বলে আমি মনে করি। বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যসেবা নির্দেশনা গুলো মেনে চলতে পারলে আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি অবশ্যই পাবো। আবারো ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।