বিজ্ঞাপন দিন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা প্রতিরোধে সুকনো খাবার নিয়ে গরীবদের নীলফামারীর জেলা প্রশাসক

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আতংক না হয়ে নিজ ঘরে অবস্থান নেয়ার জন্য সারাদেশের ন্যায় নীলফামারীতে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। আর এ নিয়ে জেলা সদরসহ পাঁচটি উপজেলায় হাট-বাজার, রাস্তাঘাট ও শ্রমজীবি মানুষদের কর্মস্থল জনশূন্যতায় পরিনত হয়েছে। যার ফলে শ্রমজীবি মানুষরা পড়েছে চরম ভোগান্তিতে। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এসব শ্রমজীবি অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের আলোর বাজার আবাসনের হতদরিদ্রদের মাঝে সুকনো খাবার বিতরনের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময়, পুলিশ সুপার মোখলেছুর রহমান, সেনা কর্মকর্তা মেজর এরফান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈনুল হক ও বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপনসহ উপজেলা প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সুকনো খাবার বিতরনকালে সবাইকে করোনা প্রতিরোধে থাকার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায় মানুষদের সুকনো খাবার বিতরনের উদ্বোধন করলাম। পর্যাক্রমে উপজেলার নির্বাহী অফিসারগন তাদের নিজ নিজ উপজেলায় সুকনো খাবার বিতরন অব্যাহত রাখবে।