বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা প্রতিরোধে কাঁঠালী চেয়ারম্যানের বিশেষ উদ্দ্যোগ

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস প্রতিরোধে কাঁঠালী ইউ’পি চেয়ারম্যান বিশেষ উদ্দ্যোগ গ্রহণ করেছেন। ইউনিয়নবাসীকে সুরক্ষিত করার লক্ষ্যে প্রতি বাড়ি বাড়ি গিয়ে জীবানুনাশক স্প্রে করছে ওয়ার্ড পর্যায়ের একাধিক টিম। কাঁঠালী ইউনিয়নের প্রবেশমুখে ১৩ টি পয়েন্টের মাধ্যমে সকল যানবাহনকে জীবানুমুক্ত করতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে জীবানুনাশক স্প্রে কার্যক্রমের উদ্ধোধন করেন, কাঁঠালী ইউ’পি চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন তুহিন। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে তৃণমুল পর্যায়ের মানুষদের সচেতন করতে এই ভাইরাস সম্পর্কে উঠান বৈঠক,লিফলেটসহ বিভিন্ন উদ্দ্যোগ গ্রহণ করেছেন তিনি। চেয়ারম্যানের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে ওই ইউনিয়নের বাসিন্দা রশিদুল ইসলাম,সেলিম ও আনন্দ মোহন রায় বলেন,‘‘ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে চেয়ারম্যানের এই কর্মসূচি অনেকটা কার্যকর হবে বলে আমরা আশাবাদি।’’ ইউনিয়নবাসীকে সুরক্ষিত রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকতে বলে জানান,চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন।