বিজ্ঞাপন দিন

ডিমলায় করোনা প্রতিরোধে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী যুবকদের চেষ্টা

রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন (মাক'স)এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে যুবকরা স্বেচ্ছাশ্রমে উপজেলার বিভিন্ন সড়ক,বাজারের অলি-গলি ও গ্রামীণ এলাকায় বাড়িতে বাড়িতে সচেতনতা মূলক লিফলেট ও স্প্রে করছে। সোমবার উপজেলা জুড়ে বাজারগুলোতে দেখা যায়,জীবানুনাসক স্প্রে করছে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের একঝাঁক যুবক। এরা নিজের পিটে করে স্প্রে মেশিন বহন করে রাস্তা,দোকান,যানবাহন সহ পথচারীদেরকে স্প্রে করে দিতেছে।একই সাথে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে। মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক এনছানুর আলম এর নেতৃত্বে এ কার্যক্রমে অংশগ্রহণ করেছেসদস্য জনি হোসেন,মোকারম ইসলাম,আইবুর রহমান ও আফ্রিদি সহ মোট ৩০ জন সদস্য। মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জানায়,করোনা ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে আমরা সচেতনতামূলক পোস্টার বিভিন্ন স্থানে লাগিয়েছি। মসজিদে মসজিদে অজুখানায় সাবান ঝুলিয়ে দিয়েছি। মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেছি। এবং প্রতিদিনের ন্যায় আজকেও জীবানুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।