বিজ্ঞাপন দিন

জলঢাকায় ত্রানের অপেক্ষায় মুচি সম্প্রদায়

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস ও লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া মুচি সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কাজের সুযোগ না থাকায় খাবার সংকটে পড়েছে তারা। অনাহারে অর্ধাহারে আছে পৌরসভার মুচি সম্প্রদায়ের ১২ টি পরিবারের প্রায় ৬০ জন সদস্য। করোনায় সৃষ্ট অচলাবস্থার লম্বা সময় পার হলেও এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি ভাবে বিতরনকৃত খাদ্য সহায়তা থেকে তারা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ এসব মানুষের। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পৌরশহরের জিরোপয়েন্ট মোড়ের রবিদাস সম্প্রদায়ের কর্মহীন হয়ে পড়া এসব মানুষের সাথে কথা হলে এসব তথ্য জানা যায়। এ বিষয়ে হিরালাল রায়ের সাথে কথা হলে তিনি জানান, করোনার কারণে ১৮ দিন থেকে কর্মহীন আছি। এখন ব্যবসাও নেই, ঘরে খাবারও নেই। কোথাও থেকে এখনো কোন ত্রাণ সহায়তাও পাইনি। ৯ সদস্যের পরিবার নিয়ে নিদারুন কষ্টে আছি। শেরিফ চন্দ্রের সাথে কথা হলে তিনি বলেন, সরকার আমাদের ঘর থেকে বের হতে দিচ্ছেনা, তাহলে আমরা খাব কি? যতদিন ঘরে থাকতে হয় থাকতে রাজি আছি তার আগে আমাদের খাবার ব্যবস্থা করেন। ত্রান না পাওয়ার বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হকের সাথে কথা হলে তিনি বলেন, পৌরসভার বিষয়ে মেয়রের সাথে যোগাযোগ করেন। এসময় তিনি ৩য় দফায় পৌরসভার অধীনে বিতরনের জন্য আরো ৪ মেট্রিকটন চাল বরাদ্দের কথা বলেন। এ বিষয়ে মেয়রের সাথে বার বার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।