বিজ্ঞাপন দিন

ডোমারে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

রতন কুমার রায়,নীলফামারী প্রতিনিধি: শ্রমিক সংকট নিরসনে স্বল্প সময়ে কৃষকের ধান ঘরে তুলতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার শুভ উদ্বোধন করেন নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বৃহষ্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের কৃষক রাকিবুল ইসলাম রাকিবের জমিনের ধান কেটে শুভ উদ্বোধন করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আনিছুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক, ভোগডাবুড়ী ইউনিয়ন আ,লীগের সভাপতি রাশেদুজ্জামান ফিলিপ, সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান বকুল,উপ সহকারী কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: গত মে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ব্যবস্থাপনায় ২৯ লক্ষ ৫ হাজার টাকায় এসিআই কোং এর নিকট ক্রয় করে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের কৃষক হাফিজুর রহমান বকুলকে ৫০ ভাগ টাকা সরকার ভর্তুকি দিয়ে প্রদান করে কৃষি বিভাগ। এ কম্বাইন হারভেস্টার মেশিনে প্রতি ঘন্টায় এক একর জমির ধান কর্তন করা যাবে। একর প্রতি ৪ হাজর পাচঁশত টাকা ধান কর্তন বাবদ খরচ বহন করতে হবে কৃষকদের।