বিজ্ঞাপন দিন

জলঢাকায় ধান শুকানো স্থানকে কেন্দ্র করে আহত ১ থানায় এজাহার

জাহিনুর ইসলাম,জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী মৌজা শৌলমারী আলশিয়া পাড়ায় ধান শুকানো স্থানকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে একজন গুরুতর আহত হয়েছে।এ ঘটনায় হোসেন আলী বাদি হয়ে সাত জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন।ঘটনাটি গত শুক্রবার ৮ মে সকালে কৈমারী মৌজা শৌলমারী আলশিয়া পাড়া গ্রামে ঘটেছে। এজাহার সূত্রে জানাযায়,হোসেন আলীর বাড়ির উঠান না থাকায় তিনি পার্শ্ববর্তী রাস্তায় দীর্ঘদিন ধরে ধান মাড়াই ও শুকানো কাজ করেন।তিনি ধান শুকানোর জন্য রাস্তা পরিস্কার করলে সেই রাস্তায় প্রতিপক্ষের লোকজন পুনরায় আবারও একই স্থান পরিস্কার করতেছে তিনি বাধা নিষেধ করতে যায় আবুল কালাম ক্ষিপ্ত হয় এবং তার হুকুমে কয়েক জন দলবদ্ধ হয়ে ডাংমার শুরু করে এতে করে তার শরিরের বিভিন্ন স্থানে জখম হয়।তাকে টেনে হেঁচড়ে জোর পূর্বক বাড়িতে আটক করে রাখে।আক্রোশ বশতঃ আবুল কালাম ধারালো অস্ত্র দিয়ে হোসেন আলীর মাথায় আঘাত করে এতে করে গুরুতর আহত হয়।এ ঘটনাকে কেন্দ্র করে আহত হোসেন আলীকে স্থানীয় লোক জন উদ্ধার করে জলঢাকা হাসপাতালে ভর্তি করে। বর্তমান তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।