বিজ্ঞাপন দিন

জলঢাকায় আশা'র খাদ্য সহায়তা হস্তান্তর

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের নিকট ২ শত প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করেছে দেশের বৃহত্তম ঋনদান সংস্থা আশা। আজ রবিবার দুপুরে (১০ মে) উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের নিকট এসব খাদ্যসামগ্রী তুলে দেন আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার গোলাম কিবরিয়া। এসময় উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার আকরাম হোসেন,শাহিন মিয়া, এলও মোস্তাকিম,মিজানুর রহমান ও পৌর কাউন্সিলর বিশ্বজিৎ রায় বিশ্ব। এতে প্রতি প্যাকেজে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি আলু, লবন ১কেজি ও সয়াবিন তেল ১লিটার। এসময় ইউএনও মাহবুব হাসান বলেন, বর্তমান সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলেছে। এছাড়াও তিনি সমাজের বৃত্তবান মানুষদের করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।