বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ৫হাজার পরিবারকে জেলা পরিষদের উপহার সামগ্রী বিতরণ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ পাটিয়েছে, আমি আপনাদের দিচ্ছি, বুধবার দুপুরে নীলফামারী জলঢাকায় ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেছেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জেলা পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারী জেলায় করোনা পরিস্থিতিত্বে ঘরে থাকা ৫ হাজার শ্রমজীবি কর্মহীন ও অসহায় গরীব দুঃখীর মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। বিতরণের দ্বিতীয়দিন জলঢাকা উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে আটাশের চাল ০৮ কেজি, সেমাই ০১ প্যাকেট, চিনি ০১ প্যাকেট ও পাউডার দুধসহ একটি করে প্যাকেজ প্রত্যেক পরিবারের তুলে দেয়া হয়।



এসব উপহার সামগ্রী উপজেলার ডাকবাংলো ও টেংগনমারী হাইস্কুল মাঠে কর্মহীন ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।



এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী জয়নুল আবেদীন ও জেলা পরিষদ সদস্য জুলফিকার আলী জুয়েল উপস্থিত ছিলেন।