বিজ্ঞাপন দিন

হতদরিদ্র প্রতিবন্ধী আশরাফ আলী'র ধান কেটে দিল জলঢাকা উপজেলা তাঁতী লীগ

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ করোনা ভাইরাসে ধান কাটা শ্রমিকের মজুরী না থাকায় প্রতিবন্ধী আশরাফ আলীর জমির ধান কেটে দিলেন উপজেলা তাঁতী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৮মে) দুপুরে পৌর শহরের ৯নং ওয়ার্ডের পন্ডিত পাড়ার অসহায় দরিদ্র প্রতিবন্ধী আশরাফ আলী'র ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা তাঁতীলীগের নেতাকর্মীরা। জেলা তাঁতী লীগের নির্দেশনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মহন্ত,যুগ্ন আহবায়ক পবিত্র কুমার, অন্যান্যদের মধ্যে ছিলেন বিভিন্ন ইউনিয়ন আহবায়ক ও সদস্য সচিব। পঙ্গু আশরাফ আলীর স্ত্রী মরিয়ম বলেন, ‘করোনার কারণে জমির ধান কাটার কোনও টাকা হাতোত নাই খবর পেয়া তাঁতীলীগের একদল ছোয়া আসি মোক ডাকে মোর ১৫ শতক জমির ধান কাটা শুরু করে দেইল। তারা শুধু মোর ধান ক্যাটে নাই,ধান ঘারোত করি মোর বাড়ির উঠানোত আনি দিছে।দোয়া করোং আল্লাহ ওমাক ভালো করুক। তাঁতীলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বোরো ধান কর্তনে তাঁতীলীগের এ কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটির মাধ্যমে এ কার্যক্রম পর্যাক্রমে পরিচালনা করা হবে।