বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনায় কর্মহীন দুস্থদের মাঝে ব্যক্তি উদ্যোগে বেতনের টাকায় ত্রাণ দিলেন আজিজ

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কবলে আজ নিরবিচ্ছিন্ন সারাবিশ্ব। ফলে বাংলাদেশের শ্রমজীবি মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। এসব অসহায় দুস্থ কর্মহীন পরিবারের কথা ভেবে ১'শ পরিবারের মাঝে এক মাসের বেতনের টাকায় ত্রাণ কিনে বিতরন করলেন নীলফামারীর জলঢাকা পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক আব্দুল আজিজ। রোববার রাতে জলঢাকা পেট্রোল পাম্প সহ বিভিন্ন এলাকায় ওইসব পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। প্রতিটি পরিবারে মাঝে চাল, ডাল, ডিম ও সাবান দিয়ে পাশে দাঁড়ালো। আজিজ তার সাধ্যনুযায়ী তাদের কিছু দিতে পরে নিজেকে ধন্য মনে করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।