বিজ্ঞাপন দিন

জলঢাকায় যাতায়াতের রাস্তায় মলমূত্রত্যাগ,জনসাধারণের দুর্ভোগ

রবিউল ইসলাম রাজ,নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর জলঢাকায় যাতায়াতের রাস্তায় মলমূত্রত্যাগ করায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। উপজেলার পৌর শহরের আমরুলবাড়ী গ্রামের কাচা রাস্তায় সময় অসময়ে মলমূত্রত্যাগ করে ওই এলাকার কুচক্রী মহলের মানুষ। সচেতন মহলের অনেকে জানায়,করোনা ভাইরাসের বর্তমান প্রেক্ষাপটে থুথু ফেললে সংক্রামণে আশংকা জনক সেখানে রাস্তা বা খোলা মাঠে মলমূত্রত্যাগ করা তো প্রশ্নেই আসে না। এভাবে চললে তো করোনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। 

বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ওই এলাকার সচেতন নাগরিক। এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা আল ইকরাম বিপ্লব জানায়,আমার বাড়ির সামনে সময়ে-অসময়ে মলমূত্রত্যাগ করে। বাধা নিষেধ করতে গেলে উল্টো আমাকে গালিগালাজ ও হুমকি ধুমকী দিয়ে থাকে। গ্রামবাসি যেন স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে এ জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।