বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভা ২০২০-২১ অর্থবছরের জন্য ২০ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পৌর সচিব মোঃ আশরাফুজ্জামান,উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরী,প্যানেল মেয়র রুহুল আলীন,কাউন্সিলর রহমত আলী,জিয়াউর রহমান জিয়া,মহশীন আলী,ফজলুর রহমান, হিসাব রক্ষক আওলাদ হোসেন,মহিলা কাউন্সিলর বৃন্দ সহ স্থানীয় সচেতন নাগরিক প্রমূখ। 

অনুষ্ঠানে জলঢাকা পৌর শহরকে পর্যটন শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন মেয়র ফাহমিদ ফায়সাল কমেট চৌধুরী। তিনি নাগরিকদের নিয়মিত পৌর কর পরিশোধের আহ্বান জানান। এসময় তিনি বলেন,বিশ্বব্যাপী করোনা দুর্যোগ মোকাবেলায় কারনে উন্নয়ন কাজ পিছিয়ে গেছে। এই স্বল্প সময়ের মধ্যে বাজেটে অগ্রাধিকার দেয়া, জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থা,রাস্তাঘাট পাকাকরণ,শতভাগ স্যানিটারি স্থাপন,বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য টিউবওয়েল স্থাপন,পৌর মার্কেট নির্মান সহ নানান দিক উন্নয়নমূলক কর্মকান্ডের উপর আলোকপাত করেন তিনি। বাজেট অধিবেশনে জনসাধারণের নানান বক্তব্যের উত্তর দেন মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী।