বিজ্ঞাপন দিন

ডিমলায় ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধার ইউনিয়ন অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিল

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের অফিস উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক মহামারী করোনায় আক্রান্ত হয়ে দ্রুত সুস্থ্য হওয়া ও স্ত্রী লায়লা আরজুমান বানু লিলি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করায় তার রুহের মাগফেরাত কামনা চেয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনষ্টিত হয়েছে।

সোমবার বিকালে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কাকড়া বাজারে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের অফিস কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনষ্টিত হয়।



এসময় উপস্থিত ছিলেন, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের রংপুর বিভাগীয় সভাপতি, সফিয়ার রহমান, অত্র ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, ইউপি সদস্য ছলেমান গনী, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ইউনিয়ন সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক দবীর উদ্দিন মাওলানা সহিদুল ইুসলামসহ সদস্যবৃন্দ।

দোয়া ও মিলাদ শেষে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন অতিথিরা।