বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিশুসহ ৪ জনের দেহে করোনা পজেটিভ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আজ সোমবার (২২ জুন) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় নতুন করে ১ শিশুসহ ৪ জনের দেহে করোনা পজেটিভ ধরা পরেছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধায় দিনাজপুর পিসিআর ল্যাব থেকে আসা নমুনা টেস্টে নতুন করে এই ৪ জনের শরীরে করোনা পজেটিভ আসে। তারা ১৫ জুন নমুনা দিয়েছিল। এর মধ্যে পৌরসভার কলেজপাড়ায় ৪ বছরের ১ শিশু, শিমুলবাড়ীর ইউনিয়নের বেরুবন্দে ১ জন, গোলনা ইউনিয়নে ১জন ও মিরগঞ্জ ইউনিয়নের স্বাস্থ্যকর্মী ১ জন। 

এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ জন। এর মধ্য ২ জন মারা গেছে, ১৫ জন সুস্থ হয়েছে। অন্যান্য পজেটিভ রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিজ বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছে।