বিজ্ঞাপন দিন

জলঢাকায় গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে ৩দিনব্যাপী খামারিদের প্রশিক্ষণের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপৃষ্টকরণ প্রকল্পের আওতায় খামারিদের ৩দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকালে উপজেলা বিআরডিবি হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। সভাপতিত্ব করেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভেটেয়িনারি সার্জন ডাঃ ওয়াজেদ আলী প্রমুখ। 

এসময় উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বলেন, গবাদি পশুর খাদ্যে আমিষের ঘাটতি পুরনে ইউরিয়া সারের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উপজেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে ৩ ব্যাচে ২৫ জন করে ৭৫ জন প্রশিক্ষণে অংশগ্রহন করছে।