বিজ্ঞাপন দিন

জলঢাকায় গ্রেস এন্ড ট্রুথ চার্চের ত্রাণ সামগ্রী পেলো ১২০ পরিবার

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃত্রাণ কোনও ভিক্ষা নয়, এটি অসহায় দুস্থদের অধিকার। দেশে কোন প্রাদুর্ভাব দেখা দিলে কর্মহীন হয়ে পরে খেটে খাওয়া মানুষ। আর তাদের খোঁজখবর নিয়ে সহায়তা করাটাও দায়িত্বের মধ্যে পড়ে বিত্তবানদের। সারা বিশ্বব্যাপী আঘাত হানা প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশেও মহামারিতে পরিনত হওয়ায় সরকারের পাশাপাশি বেসরকারি এনজিও সংস্থা সহ বিভিন্ন জনগোষ্ঠীর দাতারা করোনা সংক্রমণ রোধে নানান সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কর্মহীন দুস্থ পরিবারদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন।

এরই ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকা বটতলী ও বানপাড়ায় অসহায় দরিদ্র ১২০ পরিবারকে সম্প্রতি বাড়ী বাড়ী ছুটে গিয়ে গ্রেস এন্ড ট্রুথ চার্চের উদ্যোগে প্রত্যেক পরিবারের মাঝ ৫কেজি চাল, ১কেজি আটা, হাব কেজি লবণ এবং হাব লিটার করে সয়াবিন তেল বিতরণ করেন পাস্টর মোশারফ। ত্রাণ পাওয়া নন্দী বালা জানায়, আজ হামার কোনও খরচ নাই, বাবার ভাল হইবে ম্যালা খরচ দিছে। জমদ্দি মামুদ বলেন, ভাইরাস আসি হামার কাম শ্যাষ! কাজ কামাই সব বন্ধ হইছে, আল্লাহ্ তোমার ভাল করবে বাড়িত আসি চাল দিছেন হামাক।

Post a Comment

0 Comments