বিজ্ঞাপন দিন

জলঢাকায় গবাদি পশুর ঔষুধের দাম নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় গবাদি পশুর লাম্পি স্কিন রোগকে পুজি করে ঔষুধের দাম বেশি নিচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী। এমন তথ্য পাওয়ায় শনিবার (২০ জুন)দুপুরে পৌরশহরের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ঔষুধ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৩ হাজার,স্বাস্থ্যবিধি না মেনে মুখে মাস্ক ব্যবহার না করায় ৫ ব্যক্তিকে ৩ হাজার ১’শসহ মোট ৬ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করেন তিনি। এছাড়াও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ঔষুধ বিক্রি না করার জন্য পৌরশহরের বিভিন্ন জায়গার ব্যবসায়ীদের সতর্ক করেন ইউএনও। উল্লেখ্য,একই দিন দৈনিক আমার সংবাদসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় ‘‘জলঢাকায় ক্রেতাদের জিম্মি করে ৪৫ টাকার ঔষুধ ২০০ টাকায় বিক্রি’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

Post a Comment

0 Comments