বিজ্ঞাপন দিন

জলঢাকায় মৎস্য ব্যবসায়ী সমিতির মানববন্ধন


আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ পৃথকভাবে নয়, এক জায়গায় মৎস্য ব্যবসা রাখার দাবিতে নীলফামারীর জলঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেছে পৌর মৎস্য ব্যবসায়ী সমিতি। রোববার উপজেলা সড়কের মাছ বাজারের সামনে সকল ১০টা হতে সারে ১১টা পর্যন্ত দেড় ঘন্টার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, পৌর মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি দিজেন্দ্র নাথ পকিয়া, সাধারণ সম্পাদক অতিন্দ্র নাথ রায় জিয়া, সাবেক সাধারণ সম্পাদক ধনেশ্বর রায়, গোপাল চন্দ্র রায় সদস্য নত্তম রায়, নকেচ রায় ও দিপচাদ রায় প্রমুখ। বক্তারা বলেন, গত তত্বাবধায়ক সরকার আমলে ততকালীন ইউএনও স্যার আমাদের এই জায়গায় মৎস্য ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করে দেন। সেই থেকে এখানে ব্যবসা করে আসছি। আমরা রাজনৈতিক জানিনা। ব্যবসা করে পরিবারের মুখে অন্য যোগাই। আমাদেরকে মধ্যে এক দুইজনকে সরিয়ে নিয়ে মাছ বাজার দুই জায়গায় বসানো জন্য স্বরযন্ত্র করা হচ্ছে। তারা বলছেন, আমরা যেখানে আছি, সেখানেই থাকতে চাই। এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব হাসান বলেন, বর্তমান মাছ বাজারে যতেষ্ট জায়গা রয়েছে। সমস্যা নিরসনের জন্য আমরা পূর্বের মাছ বাজারের জায়গায় তাদের বসতে বলেছিলাম। তারা আরও অন্য কোথাও বসতে চাইলে এটা আইন সঙ্গত নয়। উল্লেখ্য সম্প্রতি মাছ ব্যবসায়ীদের একটি অংশ নির্ধারিত জায়গায় ব্যবসা না করে পৌরশহরের পুরাতন গরুর হাটে ব্যবসা পরিচালনা করায় এ সংকট সৃষ্টি হয়।