বিজ্ঞাপন দিন

নীলফামারীতে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবীতে সাধারণ আইনজীবিদের মানববন্ধন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ কঠরভাবে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল আদালত বাতিল করে, নিয়মিত আদালত চালুর দাবীতে নীলফামারী জজ আদালতের সাধারন আইনজীবিদের মানববন্ধন। আজ বুধবার(০৮ জুন) দুপুরে আদালত সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন, আইনজীবি সমিতির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহামান চৌধুরী।

আইনজীবি সমিতির সাবেক লাইব্রেরী সম্পাদক আল মাসুদ চৌধুরীর সঞ্চালনায়, এ সময় বক্তব্য রাখেন, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. আবু মোঃ সোয়েম, জজকোটে এ,জি,পি/ভিপি এবং আইনজিিব সমিতির সহ-সভাপতি এ্যাড. আজহারুল ইসলাম, আইনজীবি সমিতির সাবেক সহ-সাধারন সম্পাদক আল ফারুক আব্দুল লতিফ, জজকোটের এ,পি,পি বাবু রশিদ কুমার ধর ও আইনজীবি সমিতির সাবেক সদস্য আনিছুর রহমান আজাদসহ আরো অনেকে।



এসময় বক্তারা বলেন, ভার্চুয়াল আদালত চলার কারনে নীলফামারীসহ সারাদেশে লক্ষাধিক আইনজীবি আছে, আবার আইনজীবিদের সহকারী আইনজীবি ও তাদের কর্মচারীরা অসহায় জীবন-যাপন করছে, আমাদের দেখার কেউ নাই। সরকার আমাদের কোন প্রকার প্রনদনাও দেয় না। তাই মাননীয় প্রধান বিচারপতির কাছে এই মানববন্ধনে, সাধারন আইনজীবিদের দাবী ভার্চুয়াল আদালত বন্ধ করে সামাজিক দুরত্ব বজায় রেখে আগের মত নিয়মিত আদালত চালু করা হউক। যাতে সঠিকভাবে আইনী সেবা পায় সাধারন বিচার প্রার্থীরা।