বিজ্ঞাপন দিন

আন্তর্জাতিক জনসংখ্যা দিবসে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হল জলঢাকার শৌলমারী

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ আন্তর্জাতিক জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ২০১৯-২০ বছরে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ। শনিবার দুপুরে নীলফামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর অডিটোরিয়ামে শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণজিৎ রায় পলাশের হাতে অসমান্য অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নীলফামারী শাহেদ মাহমুদ, উপ-পরিচালক স্বাস্থ্য ও পরিকল্পনা অধিদপ্তর নীলফামারী মো. শাহজাহান, সহকারী পরিচালক (সিসি) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারী ডা. খাদিজা নাহিদ ইভা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নীলফামারী ডা. আব্দুল হালিম প্রমুখ। জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবসে অনুষ্ঠানে ১০ ক্যাটাগরিতে জেলার ১১ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেষ্ট হাতে পেয়ে শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রাণজিৎ রায় পলাশ এক প্রতিক্রিয়ায় বলেন, এ সম্মাননা আমার কাজকে আরও বেগবান করবে। আমার এবং আমার ইউনিয়নের এ অর্জন আমি ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।