বিজ্ঞাপন দিন

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেনের মৃত্যুতে নীলফামারী জেল পরিষদ চেয়ারম্যানের শোক

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নীলফামারী জেলা আওয়ামী লীগের কর্ণধার সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লোকমান হোসেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।



তিনি গত ২২জুন তিনি অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুন পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। বৃহস্পতিবার তার শ্বাসকষ্ট দেখা দিলে ভেনটিলেটরের আওতায় নেয়া হয়। কিন্তু সেখানে তিনি মারা যান।



নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।