বিজ্ঞাপন দিন

জলঢাকায় অবৈধ কারেন জাল জব্দ। ১৮ হাজার টাকা জরিমানা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে । এসময় অবৈধ কারেন্ট জাল বেচাকেনার অভিযোগে ৫ ব্যবসায়ীকে ১৬ হাজার ও পিরানহা মাছ বিক্রির দায়ে ১ মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারি হাটে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, এসআই আরিফ, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সিরাজুল ইসলাম ও পেশকার জাহাঙ্গীর কবির মিশু প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে জলঢাকা উপজেলার টেংগনমারি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৫ ব্যবসায়ীর দোকান থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ মাছ ব্যবসায়ীর দোকান থেকে ৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। এ সময় ঐ ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে মৎস্য রক্ষা সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ (ক) ধারার অপরাধে ৫(২)(খ) ধারা মোতাবেক ৬ টি মামলা ও ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য দেশব্যাপী ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।