বিজ্ঞাপন দিন

জলঢাকায় বৈশ্বিক মহামারিতে আলোর কণা'র উদ্যোগে শিক্ষা উপকরণ ও নগত অর্থপ্রদান"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস বিপর্যয়ের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে নীলফামারীর জলঢাকায় সামাজিক সংগঠন আলোর কণা'র উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধের সরঞ্জাম, শিক্ষা উপকরণ ও নগত অর্থপ্রদান করা হয়েছে। বুধবার সকালে আলোর'র কণা ফ্রি পাঠদান কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান আলোর কণা'র শিক্ষার্থীদের হাতে উপকরণগুলো তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা থানা ইনচার্জের বিশেষ প্রতিনিধি বিল্লাহ হোসেন,দিনাজপুর বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ হোসেন,আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুনুজ্জামান রোকন চৌধুরী,আলোর কণা'র প্রতিষ্ঠাতা পরিচালক ফুরাদ হোসেন,সাবেক কাউন্সিলর আবুল বাশার মিন্টু,যুবলীগ নেতা সাইফুর রহমান পিকু,তারিফুল ইসলাম ও এমদাদুল হক প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন আলোর কণা'র স্থায়ী সদস্য রফিক ইসলাম।