বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

মানিক লাল দত্ত, নীলফামারীর জলঢাকায় শনিবার শেষ বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার হরিজন পল্লীতে সাত্ত্বিক পুজাঁ আন্দোলনের আহ্বায়ক নির্মলেন্দু রায় এর আয়োজনে-হিন্দু কোয়ালিশন ইউ.এস.এ. এর সহযোগিতায় হরিজন পল্লী গীতা নিকেতনের শিক্ষার্থীদের /আর.ই.ও নেতৃবৃন্দের অংশগ্রহনে করোনা ভাইরাস প্রতিরোধে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালাটি অনুষ্টিত হয়।কর্মশালায় বক্তব্য রাখেন, জেনারেল হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন রায় রন্জু, ডা: মো : আবুল কাশেম, শিক্ষক প্রতাপ মহন্ত, সাত্ত্বিক সংগঠক দর্পন, মুক্তিযোদ্ধা সৃতি সংরক্ষন সংগ্রাম পরিষদের আহবায়ক উৎপল ভট্টাচার্য প্রমূখ। কর্মশালায় বক্তাদের সচেতনতামুলক বক্তব্য শেষে হরিজন পল্লীর ২৮ জন নারীকে ত্রান সামগ্রী হাতে তুলে দেন আয়োজক নির্মেলেন্দু রায়।