বিজ্ঞাপন দিন

নীলফামারীর আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ১হাজার গাছের চারা বিতরন করলেন, জেলা কমান্ড্যান্ট!

তাইজুল ইসলাম তাজু, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ মুজিববর্ষের আহবান, গাছ লাগাই, বাড়াই বন এ স্লোগানকে সামনে রেখে, নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রবিবার দুপুরে জেলা কার্যালয়ে চারাগাছ বিতরন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নীলফামারী জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুল আলম। এ সময় তিনি নীলফামারী জেলার ৬ উপজেলার জন্য বরাদ্দকৃত ফলজ ও ঐষুধি চারাগাছ উপজেলায় দায়ীত্বে থাকা অফিসারদের হাতে তুলে দেন। চারা বিতরণকালে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করা হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের প্রতিটি জেলায় ১ হাজার করে গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরো বলেন, দেশের সার্থে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সকলকে গাছ লাগাতে হবে। উক্ত চারাগাছ বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সৈয়দ পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেন, নীলফামারী সদর উপজেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরবানু আক্তার, কিশোরগঞ্জ উপজেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কল্পনা রানী, জলঢাকা উপজেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুন্নাহার বেগম, ডোমার উপজেলার রুবেল ইসলাম, ডিমলা উপজেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মায়া বেগম ও আনসার বাহিনীর গোয়েন্দা শাখার নীলফামারী জেলা মনিটরিং সদস্য গোলাম রববানী প্রমুখ।