বিজ্ঞাপন দিন

চিলাহাটির ভারতীয় সীমান্তে রেলপথ নির্মান কাজ পরিদর্শনে রেলমন্ত্রী সুজন

রতন কুমার রায়,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া ভারতীয় সীমান্তবর্তী ৭৮২ মেইন পিলার এলাকায় শুক্রবার বিকালে চিলাহাটি-ভারতের হলদিবাড়ী রেলপথ নির্মান কাজ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। রেলপথ নির্মান কাজ পরিদর্শন কালে রেলপথ মন্ত্রী মো. নূরল ইসলাম সুজন বলেন,“আজ (শুক্রবার ২৮ শে আগষ্ট ) মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় চিলাহাটি রেল স্টেশনটি আন্তর্জাতিক রেল স্টেশন হিসেবে কাজ এগিয়ে চলছে। আগামি ২০২১ সালের মার্চের মধ্যেই এই রেলপথ নির্মান কাজ সমাপ্ত করে ভারতের সঙ্গে রেল যোগাযোগ চালু করা হবে।” এ সময় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেল সচিব সেলিম রেজা, রেলপথ পশ্চিমাঞ্চলের জি.এম. মহিরকান্তি গুহ, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে.কর্নেল.মামুনুল হক মামুন, পুলিশ সুপার মোকলেছুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প পরিচালক রোকোনুজ্জামান শিহাব, ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম,সহকারি পুলিশ সুপার(ডোমার সার্কেল) জয়ব্রত পাল,ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান প্রমূখ। উ

ল্লেখ্য,নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া ভারতীয় সীমান্তবর্তী ৭৮২ মেইন পিলারের পাশদিয়ে ভারতের সাথে রেল সংযোগ সহ বাংলাদেশের ভুখন্ডে চিলাহাটি রেল স্টেশন পর্যন্ত প্রায় নতুন রেলপথ নির্মান (মেইনলাইন) ৬.৭২৪ কি.মি. এবং নতুন রেলপথ নির্মান (লুপলাইন) ২.৩৬ কি.মি. সহ বিভিন্ন বাণিজ্যিক কর্মকান্ডের লক্ষে বাংলাদেশের চিলাহাটি-ভারতের হলদিবাড়ি রেলপথ নির্মান কাজ শুরু হয় ২০১৯ইং সালের ২১শে সেপ্টেম্বর। রেলপথ নির্মান কাজ পরিদর্শনকালে পুলিশ প্রসাশনের পক্ষ থেকে রেলমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর রেলমন্ত্রী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের ভুখন্ড পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কাজ পরিদর্শন করে। সেখানে নীলফামারী ৫৬ বিজিবির পক্ষ থেকে রেলমন্ত্রীকে সম্মান প্রদর্শন করা হয়। পরে চিলাহাটি রেল স্টেশনের পূর্বকোনে ব্যক্তি মালিকানাধীন প্রায় ৯ একর জমি অধিগ্রহনের জন্য জমির মালিকদের সঙ্গে কথা বলেন ।