বিজ্ঞাপন দিন

ডিমলায় তিস্তা ভাঙ্গনরোধে মতবিনিময় সভা

আব্দুল মালেক, নীলফামারীঃ খর-স্রোতা তিস্তা নদীর কবলে পরে ভিটেমাটি ও ফসলি জমিসহ সবে হারিয়েছি, আমরা আর হারাতে চাইনা। এসব কথা গুলো বলেছেন নীলফামারীর ডিমলা উপজেলার ০৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব চরখড়িবাড়ী পাগলীর বাজার এলাকা বন্যা কবলিত বানভাসি লোকজন। পাগলীর বাজার টাপুরচর হায়দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, চলতি মৌসুেমে তিন তিনবার আমন ধানের গোছা রোপন করার পরেও রক্ষা করতে পাড়লাম না ফসলি জমি গুলো। চোখের সামনে তিস্তায় ভেস্তে গেলো আমাদের বসতভিটাসহ গবাদী পশু। গতকাল ৮ আগষ্ট(শনিবার) বিকালে টাপুরচর হায়দার পাড়া সপ্রাবি মাঠে ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। এছাড়াও সাবেক ইউপি সদস্য ফজলুল হক, ইফনুস আলী টাপুরচর হায়দার পাড়া সপ্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনির, সমাজ সেবক আনোয়ার হোসেন ও রহিম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। এসময় বক্তরা বানভাসিদের উদ্দেশ্যে বলেন, অস্তিত্বকে টিকে রাখতে হলে সকলের সহযোগীতার প্রয়োজন। তাই মতবিনিময় সভায় সকলের প্রচেষ্ঠায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহন করেন তারা। তাদের ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও তারা সরকারের সহযোগীতা কামনা করেন।