বিজ্ঞাপন দিন

তারাগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে সমালোচনার ঝড় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, অযোগ্যদের নিয়ে কমিটি গঠন ও বদরগঞ্জ উপজেলার একজনকে আহবায়ক পদ দেওয়ার অভিযোগে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে তৃণমূলে অসন্তস দেখা দিয়েছে। এ নিয়ে উপজেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই কমিটিকে বদরগঞ্জ ভিত্তিক কমিটি ও হাস্যকর বলে অনেকেই মন্তব্য করেছেন। আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করে এই কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, গত ১১ই আগষ্ট মহিউদ্দিন কাজলকে আহবায়ক ও আখতারুজ্জামান শুভকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট্য তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে । এই কমিটি বিগত ৯ বছর পর গঠন করা হলো। ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা ও তৃণমূল বিএনপি অবিলম্বে এই কমিটি বাতিল করে সংশোধনী কমিটি গঠনের দাবী জানান। নাম প্রকাশে অনিচ্ছুক তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, স্বজনপ্রীতি করে এই পকেট কমিটি হয়েছে। এই নব গঠিত কমিটির ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই, তাদের উপজেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। সদ্য ঘোষিত কমিটির আহবায়ক বাবা সহ পরিবারের সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। নবগঠিত কমিটির যুগ্ন আহবায়ক রাতুল আহম্মেদ সহ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে হামলা-মামলা, সহ অনেক নির্যাতনের শিকার হয়েছি আমরা। নিজের ও পরিবারের আর্থিক ক্ষতি করেছি। দলীয় সভা-সমাবেশে নিয়মিত উপস্থিত ছিলাম। অথচ আমাদের মূল্যায়ন ও পদ মর্যাদা নেই। যুগ্ন আহবায়ক ওবায়েদুল ইসলাম অভিযোগ করে বলেন, এই কমিটি সাবেক ছাত্রদলের নেতাকর্মী ও তাদের মতাদর্শী বিএনপির ব্যর্থতার ফল। যা নিয়ে ইতোমধ্যেই সমালোচনা ঝড় উঠেছে। এই কমিটি দ্রুত বাতিল করা না হলে অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করবেন ছাত্র দলের কমিটি হতে। সদ্য গঠিত উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন কাজল এ বিষয়ে বলেন, আমি পূর্বের উপজেলা কমিটিতে ছিলাম। আমাদের দলের নিয়ম নীতিমালা অনুযায়ী আমি বদরগঞ্জের হয়েও আহবায়ক কমিটিতে এসেছি। আমাকে নিয়ে নানা কল্পনা জল্পনা করে কোন লাভ নেই। দলের নেতাকর্মীর মতামতের পরামর্শে সিদ্ধান্ত অনুসারে আমাকে তারাগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক করেছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকদুম আলম বলেন, এই কমিটি পকেট কমিটি। বদরগঞ্জ উপজেলার ছেলে তারাগঞ্জ উপজেলার আহবায়ত হয় কিভাবে? কাজলকে তারাগঞ্জকে অবাঞ্চিত ঘোষনা করা হউক। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, শোনা যাচ্ছে কমিটি গঠনে আর্থিক লেনদেন হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা ছাত্রদলের নিকট অনুরোধ করছি। এই কমিটির আহবায়কের পরিবার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বলে জানতে পেরেছি। এমন ঘটনায় সাধারন জনমনে ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।