বিজ্ঞাপন দিন

জলঢাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে থাকা বাঁশ কর্তন থানায় অভিযোগ



জাহিনুর ইসলাম জীবন,জলঢাকা প্রতিনিধিঃ   নীফামারীর জলঢাকায় উপজেলা গোলমুন্ডা ইউনিয়নে রোপন কৃত জমিতে থাকা বাঁশ কর্তন করেছে দূর্বৃত্তরা।অভিযোগে ও সরেজমিনে গিয়ে জানাগেছে গত ২১ শে অক্টোবর গোলমুন্ডা ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত্যু জামুউল্যা মামুদের পুত্র আইনুল হক (৫৫) তার পৈত্রিক ও ক্রয় কৃত দখলে থাকা জমিতে দীর্ঘ দিন থেকে বাঁশ রোপন করে আসছে।একই এলাকার মমিনুর রশিদসহ ৬ জন অতর্কিত ভাবে নিজের জমি দাবি করে অন্য বিবাদি দের যোগ সাজোসে পরিকল্পিত ভাবে দুপুর ২ টায় আইনুল হকের ১৮ টি বাঁশ কর্তন করে। শুধু তাই নয় ২৫ অক্টোবর আবারও দুপুরে  শত্রুামূলক ভাবে  বাদীর চলাচলের রাস্তায় থাকা বাঁশের চেকার উপরাইয়া ফেলে এবং কেনেলের উপর চলাচলের বাঁশের পুল ভেঙ্গে দিয়ে বাদিকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে বিবাদিগন। এ ঘটনাকে কেন্দ্র করে আইনুল হক জলঢাকা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Post a Comment

0 Comments